• ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

সিলেট আদালতে কক্ষে নারী পুলিশের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল ইন্সপেক্টর প্রদীপ !

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২১
সিলেট আদালতে কক্ষে নারী পুলিশের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল ইন্সপেক্টর প্রদীপ !

সিলেট আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সময় হাতেনাতে ধরা পড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস।

বৃহস্পতিবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ জানান, বুধবার রাত ৯টার দিকে সিলেট আদালতে কক্ষে এক নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস।

জানা যায়, ছুটিতে থাকা ওই নারী কনস্টেবলকে রাতে কোর্ট বিল্ডিংয়ের নিজ কক্ষে ডেকে আনেন প্রদীপ। রাত ৯টার দিকে দরজা খোলা ও আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকে আলো জ্বালালে দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

আদালত সূত্র জানায়, ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতে কোর্ট বিল্ডিংয়ের নিজ কক্ষে ডেকে আনেন ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। পরে বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন। এ সময় আলো জ্বালালে দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •