• ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটের ১৬ ইউনিয়নের ৯ টিতে আওয়ামী লীগের জয়

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২১
সিলেটের ১৬ ইউনিয়নের ৯ টিতে আওয়ামী লীগের জয়

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাত ৯ টার দিকে সিলেটে ঘোষণা করা হয় ১৬ ইউপির ফলাফল।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ঘোষিত ফলাফলে সিলেট জেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ৯টিতে আওয়ামী লীগ, ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ২টিতে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি, ১টিতে জাতীয় পার্টি ও ১টিতে জাসদের প্রার্থী বিজয়ী হয়েছেন।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সিলাম ইউনিয়নে আওয়ামী লীগের শাহ ওলিদুর রহমান, লালাবাজারে আওয়ামী লীগের তোয়াহিদুল হক তুহিন, জালালপুরে আওয়ামী লীগের ওয়েছ আহমদ, দাউদপুরে আওয়ামী লীগেরআতিকুল হক আতিক ও মোগলাবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী ফখরুল ইসলাম শায়েস্তা বিজয়ী হয়েছেন।

গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এম. নিজাম উদ্দিন, তোয়াকুলে আওয়ামী লীগের মো. লোকমান, নন্দিরগাঁওয়ে আওয়ামী লীগের এস কামরুল ইসলাম আমিরুল, ফতেহপুরে আওয়ামী লীগের বিদ্রোহী আমিনুর রশিদ চৌধুরী,

লেংগুড়ায় আওয়ামী লীগের মো. মুজিবুর রহমান ও রুস্তুমপুরে স্বতন্ত্রের ব্যানারে বিএনপির শাহাব উদ্দিন বিজয়ী হয়েছেন।
জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর ইউনিয়নে জাতীয় পার্টির ফখরুল ইসলাম, চারিকাটায় জাসদের সুলতান করিম, দরবস্তে বিএনপি সমর্থিত বাহারুল আলম বাহার, ফতেহপুরে আওয়ামী লীগের রফিক আহমদ ও চিকনাগুল ইউনিয়নে আওয়ামী লীগের কামরুজ্জামান চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন