• ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি

নির্বাচনে পরাজয়ের খবর পেয়ে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২১
নির্বাচনে পরাজয়ের খবর পেয়ে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

মো. হাবিবুর রহমান। ছবি: যুগান্তর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের পরাজয়ের পর হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মো. হাবিবুর রহমান (৩৮) এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে।সোমবার দুপুরে তাকে উপজেলা হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মো.হাবিবুর রহমান উপজেলার গাবাউতা গ্রামের আব্দুল মতিনের ছেলে।তিনি সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩০০ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৫নং বাকলজোড়া ইউনিয়ন থেকে হাবিবুর রহমান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে পরাজিত হলেও আশানুরুপ ভোট না পাওয়ায় সোমবার সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করেন তিনি।

এ সময় পরিবারের লোকজন তাকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •