• ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

আকাশে ডানা মেলে উড়ল ৫ পাখি, আটক ৩ শিকারি

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২১
আকাশে ডানা মেলে উড়ল ৫ পাখি, আটক ৩ শিকারি

নাটোরের সিংড়া উপজেলায় চলনবিলে তিন পাখি শিকারিকে ছেড়ে দেওয়া হয়েছে। অবমুক্ত করা হয়েছে পাঁচ পাখি ও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে শিকারের দশটি (দুই হাজার ফুট) কারেন্ট জাল।সোমবার কোনো দিন পাখি শিকার করব না ও পাখি রক্ষায় নিজেকে নিয়োজিত রাখব মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সোমবার ভোরে উপজেলার খরসতি বিলের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে খরসতি গ্রামের হাসান আলী, ফিরোজুল ও সজীব ইসলাম নামে তিন পাখি শিকারিকে আটক করা হয়।

উদ্ধার করা হয় কারেন্ট জাল ও পাখি। পরে স্থানীয় তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের জিম্মায় আটক পাখি শিকারিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে পাখি শিকার রোধে বিভিন্ন বাজারে পথসভা ও প্রচারণা চালানো হয়। এই প্রচারণায় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিসহ গ্রাম্য প্রধানবর্গ অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন