সিলেটের তিন উপজেলার ১৬ ইউনিয়নে আজ ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার ৭ নং জালালপুর ইউনিয়নের অন্তর্গত আলমদীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়েস আহমেদের পক্ষে স্হানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া শুরু করলে নোমান আহমদ, ইমরান আলী, ফয়েজ আহমদ সহ কয়েকজন যুবক এর প্রতিবাদ করেন।
তখন আওয়ামীলীগের ৮ নং ওয়ার্ড সভাপতি সৈয়দ লায়েক আহমদের নেতৃত্বে প্রায় ৩০/৪০ জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মী তাদের উপর হামলা চালায়।এসময় উভয় পক্ষে সংঘর্ষ শুরু হলে আওয়ামীলীগের নেতাকর্মীরা নোমান, ইমরান, ফয়েজ সহ ৮/১০ জন লোককে পিটিয়ে আহত করে। তাদের হামলায় নোমান আহমদ ও ফয়েজ আহমেদ গুরুতর আহত হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক।
এব্যাপারে মোগলা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জানান,এঘটনা আমি শুনেছি এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি, আসলে তদন্ত করে ব্যাবস্থা নিব।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন