নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছয়ানী ইউনিয়নে ৪নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।তবে নিহতের স্বজনদের অভিযোগ, ইঁদুর মারার ফাঁদে
বিদ্যুৎপৃষ্ট হয়ে হারুনের মৃত্যু হয়েছে।নিহত মোহাম্মদ হারুন (৩৫) উপজেলার ছয়ানী ইউনিয়নে মৃত আবদুল মালেকের ছেলে।স্থানীয় বাসিন্দা সবুজ জানান, বিকালে দোয়ালিয়া গ্রামের বলবাড়ির পাশে ধানক্ষেতে হারুনের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।পরে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, এ ব্যাপারে পুলিশ তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন