• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার ক্ষতি হলে দায় সরকারকেই নিতে হবে: জালালী পংকি

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১
খালেদা জিয়ার ক্ষতি হলে দায় সরকারকেই নিতে হবে: জালালী পংকি

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও বিদেশে চিকিৎসা প্রদানে সরকারী বাধা প্রদানের অভিযোগে প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সিলেট মগানগর বিএনপি-র উদ্যোগে স্থানীয় রেজিস্ট্রারী মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি’র সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেন, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’কে মিথ্যা বানোয়াট মামলায় প্রতিহিংসা চরিতার্থ করার হীন মানসিকতায় সাজা দিয়ে এবং মুক্তি না দিয়ে, বর্তমানে উন্নত চিকিৎসা প্রদানে বাধা প্রদান করে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। অনতিবিলম্বে দেশনেত্রীর মুক্তি এবং বিদেশে চিকিৎসা প্রদানের বাধা না তুলে নিলে, উনার কোন শারিরীক ক্ষতি হলে এর দায়িত্ব পুরোটাই এই জনবিচ্ছিন্ন কর্তৃত্ববাদী সরকারকেই নিতে হবে।

নগর বিএনপি নেতা আশরফ আলীর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন মহানগর বি.এন.পি-র সাবেক সভাপতি নাসিম হোসাইন, যুগ্ম-আহ্বায়কবৃন্দের মধ্যে রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সুূূদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম-আহ্বায়ক ও যুবদল আহ্বায়ক নজিবুর রহমান নজিব, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন, আতিকুর রহমান সাবু, মাহব্বু কাদির শাহী, মুকুল আহমদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, আক্তার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, শামীম মজুমদার, ডাঃ নাজমুল ইসলাম, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম-আহ্বায়ক শাকিল মোর্শেদ, যুবদল নেতৃবৃন্দের মধ্যে লুৎফুর রহমান, ফিরোজ আহমদ, ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে নজরুল ইসলাম, মাসরুর রাসেল, তানভির আহমদ চৌধুরী, হোসেন আহমদ, রুবেল ইসলাম, সদরুল ইসলাম লোকমান, এলিন শেখ, জহিরুল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন