• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১
গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি

গোলাপগঞ্জের পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের ডাক বাংলোর সম্মুখে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, তারা প্রাথমিকভাবে ধারণা করছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনাটি ঘটতে পারে।

জানা যায়,সোমবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ পৌর এলাকার ডাকবাংলোর সম্মুখে অবস্থিত নজরুল ইঞ্জিনিয়ার ওয়ার্কসপে আগুন লেগে যায়।

আগুনের ধোয়া আশপাশের মানুষ দেখে তাৎক্ষণিক দোকানের মালিক ও ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগ পর্যন্ত নজরুল ইঞ্জিনিয়ার ওয়ার্কসপ হতে আগুন পাশ্ববর্তী দোকান শামীম ওয়েলডিং ও মাহফুজ ট্রেডার্সও ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে শামীম ওয়েলডিং ও মাহফুজ ট্রেডার্সের কিছু ক্ষয়ক্ষতি হলেও নজরুল ইঞ্জিনিয়ার ওয়ার্কসপ পুড়ে ছাই হয়ে যায়।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইঞ্জিয়ারিং ওয়ার্সপের সত্ত্বাধিকারী নজরুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন