সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ শিশু নিহত হয়েছে।সোমবার রাত ১১ টায় উপজেলার পাগলা ইউনিয়নের ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে৷দুর্ঘটনায় নিহতরা হলো- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের পুতুল দাসের ছেলে খোকন দাস (৬), প্রণব চন্দের ছেলে লিপু চন্দ্র (৯) ও খেসব দাসের ছেলে নিলয় (৯)।দুর্ঘটনায় আরও ৪ জন বরযাত্রী আহত হয়েছেন।
জানা যায়, রোববার রাতে শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকার আল-ফেরদৌস কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পার ভাতিজির বরযাত্রীতে বিয়ের ভোজন শেষে মাইক্রোবাসে চড়ে বাড়ি ফিরছিলেন তারা। রাত ১১ টায় উপজেলার পাগলা ইউনিয়নের ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় এলে পৌঁছালে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসটি ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলে ১ জন এবং গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তাদির হোসেন।তিনি জানান, মাইক্রোবাসে সবাই বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন, তবে আমরা তিনজনের মৃতদেহ পেয়েছি। আহতদের অবস্থা গুরুতর, বিস্তারিত পরে বলতে পারবো না।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন