সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ১১০টি ঘরের নির্মাণ কাজ শেষে উপকারভোগীদের কাছে চাবি হস্তান্তর করা হয়েছে। এবার আরও ৫০টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে।আজ বৃহস্পতিবার ২০২১-২০২২ অর্থ বছরের গৃহ নির্মাণের তৃতীয় পর্যায়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)অনুপম দাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঞা প্রমুখ।
এলাকাবাসী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলায় ১ম ও ২য় ধাপে ১১০ টি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে। তার মধ্যে কলকলিয়া ইউনিয়নের গুঙ্গিরগাঁও ২৫টি, মোকামপাড়ায় ২৮টি,পাটলী ইউনিয়নে ১০টি, আশারকান্দি দয়ালনগরে ১৪টি, পাটকুড়া ৫টি, মীরপুর ইউনিয়নের শ্রীরামসিতে ১৮টি ও চিলাউড়া ইউনিয়নে ১০টি ঘর নির্মাণ করা হয়। তারমধ্যে এক লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে একশত ঘর ও ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে আরও ১০টি ঘর নির্মাণ করা হয়। তৃতীয় পর্যায়ে ২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে আরও ৫০টি ঘর নির্মাণ করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন