• ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিদ্বেষমূলক পোস্ট নিয়ন্ত্রণে জাকারবার্গকে লিগ্যাল নোটিশ

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২১
বিদ্বেষমূলক পোস্ট নিয়ন্ত্রণে জাকারবার্গকে লিগ্যাল নোটিশ

আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য সংস্থাটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ফেসবুকে বিদ্বেষমূলক ও হিংসাত্মক কনটেন্ট প্রচার নিয়ন্ত্রণ করতে সরকারকে বলা হয়েছে।বৃহস্পতিবার সাংবাদিক সেলিম সামাদসহ চার ব্যক্তির পক্ষে ব্যারিস্টার তাপস কান্তি

বল এই নোটিশ পাঠান।রেজিস্ট্রি ডাকযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরটি) চেয়ার‌ম্যান, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র (জননিরাপত্তা) সচিব, ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালক ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে এ নোটিশ পাঠানো হয়েছে।নোটিশে ফেসবুকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করা হলে হাইকোর্টে

রিট করা হবে বলে জানান আইনজীবী।নোটিশের বিষয়ে আইনজীবী তাপস কান্তি বলেন,ফেসবুককে ব্যবহার করে ঘৃণা বা বিদ্বেষমূলক(হেট স্পিচ)পোস্ট ছড়িয়ে দেয়ার মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে।হেট স্পিচের মাধ্যমে ছড়ানো সহিংসতা নিয়ন্ত্রণের দায়িত্ব সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর। সেই দায়িত্ব প্রতিপালনে তারা ব্যার্থ হয়েছে। তাই এই লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে। যেখানে বাংলাদেশে ফেসবুকের অফিস স্থাপন করাসহ ১৪টি সুপারিশ সরকারের কাছে করা হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন