ছাতকের ১০টি ইউনিয়ন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে যাবতীয় নির্বাচনী সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়েছে।
বুধবার (১০নভেম্বর) সকাল থেকেই নির্বাচনী মালামাল গ্রহন করে সংশ্লিষ্টরা যার-যার গন্তব্যে পৌছে গেছেন।নির্বাচন ঘিরে বুধবার উপজেলা চত্ত্বর ও শহর এলাকায় বিরাজ করছিল অন্যরকম এক উৎসবমুখর পরিবেশ। উপজেলার ৫টি রিটার্নিং কর্মকর্তার কার্যলয় থেকে ১০৯টি ভোট কেন্দ্রের নির্বাচনী যাবতীয় সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়। এদিকে র্যাব, বিজিবিসহ পুলিশের বিশেষ টিম টহল দিয়ে নিরাপত্তার বিষয়টি জানান দিয়েছেন।
চার স্থর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার মধ্যে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমান আদালত থাকবে প্রতিটি ইউনিয়নে।
গত রোববার নির্বাচনী আইন-শৃঙ্খলা এবং আচরণবিধি বিষয়ক এক বিশেষ সভায় এ তথ্য জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গির হোসেন। এসময় সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম।
আজ বৃহস্পতিবার (১১নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান জানান, সুষ্ট নির্বাচন সম্পন্নে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যথা সময়ে নিবার্চনী মালামাল কেন্দ্রে-কেন্দ্রে পৌছানো হয়েছে। সুষ্ট, অবাধ ও শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন