• ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দেওয়ানবাজারে বিদ্রোহীতে ডুবল নৌকা

sylhetnewspaper.com
প্রকাশিত নভেম্বর ১১, ২০২১

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন নৌকার প্রার্থী।

নৌকার প্রার্থীকে হারিয়ে এখানে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।প্রাথমিকভাবে পাওয়া ফলাফলে জানা গেছে, এ ইউনিয়নে নৌকার প্রার্থী পেয়েছেন মোট ৬ হাজার ৩১৩ ভোট।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫৪৮ ভোট। ২ হাজার ২৩৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নাজমুল।ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সিলেট বিভাগের চার জেলার ৪৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব ইউনিয়নে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন