• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি সিলেট বাসদের

sylhetnewspaper.com
প্রকাশিত অক্টোবর ৯, ২০২১
পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি সিলেট বাসদের

সিসিকের পানির মূল্য বৃদ্ধি ও চাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৮অক্টোবর) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয় সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও ছাত্রনেতা সনজয় শর্মার পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, রূমন বিশ্বাস, মামুন বেপারী, কাজল আহমদ, আব্দুল কুদ্দুছ, ইউসুফ আহমদ, কোরবান আলী, সুরূজ মিয়া, ইমরান আহমদ, প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একদিকে করোনায় বিপর্যস্ত মানুষ অন্যদিকে লুটেরা সিন্ডিকেট ব্যবসায়ী এবং সরকারের উদাসীনতার কারণে চাল ,পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অব্যাহত মূল্য বৃদ্ধি চলছে। এই কারণে সাধারণ দিন মজুর শ্রমজীবী মানুষের সংকট আরো গভীরতর হচ্ছে।

বক্তারা বলেন সিলেট সিটি কর্পোরেশন অযৌক্তিক ভাবে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহন করেছে। অর্থনৈতিক্য সংকটকালীন সময়ে সিসিকের পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত শুধু গণবিরোধীই নয় কতৃপক্ষের নাগরিকদের প্রতি দায়িহীনতার প্রমান।

বক্তারা অবিলম্বে সিসিকের পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, চাল-পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন