হবিগঞ্জের চুনারুঘাটে র্যাব পৃথক অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
রোববার দিবাগত রাতে উপজেলার দেওরগাছ ইউনিয়নের পৃথক দুটি স্থানে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. কাজল মিয়া (২৩) ও সুজন রাজবংশী (২৫)। তাদের বাড়ি চুনারুঘাট উপজেলায়।
সোমবার (৪ অক্টোবর) র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের আমতলী আদর্শ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১০ কেজি ২০০ গ্রামসহ মো. কাজল মিয়াকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে দেওরগাছ ইউনিয়নের চুনারুঘাট-সাতছড়িগামী রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় ৩০ কেজি গাঁজাসহ সুজন রাজবংশীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় চুনারুঘাট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। পরে উদ্ধারকৃত গাঁজাসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
পৃথক অভিযানে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প), সিলেট এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন