• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এমসি কলেজকে বিভাগের ১ম স্থান

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২১
এমসি কলেজকে বিভাগের ১ম স্থান

২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নের রিপোর্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের অফিস। যেখানে সিলেটের এমসি কলেজকে বিভাগের ১ম স্থান দেওয়া হয়েছে।

তালিকার ২য় স্থানে আছে বিয়ানীবাজার সরকারি কলেজ, এবং হবিগঞ্জ সরকারি মহিলা কলেজকে রাখা হয়েছে ৩য় স্থানে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের পরিচালক প্রফেসর মো.আব্দুল মান্নান খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

১২৯ বছরের পুরোনো বিদ্যাপীঠটা বরাবরের মতোই বিভাগসেরা হওয়ায় উচ্ছসিত কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ এমসি পরিবারের সবাই।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো.সালেহ আহমদ বলেন, আমি নিজে এই কলেজে পড়াশোনা করেছি। যেকারণে সবসময়ই কলেজটার জন্য বাড়তি আবেগ কাজ করে৷ আজকের এই অর্জন আমার সহকর্মীসহ এমসি পরিবারের সবার ঐকান্তিক প্রচেষ্ঠার ফসল৷

সকলের মহৎ উদ্দেশ্য, আর আন্তরিক দায়িত্বশীলতার কারণেই বিভাগসেরা হওয়ার গৌরব অর্জন করা সম্ভব হয়েছে। আশা করি সাফল্যের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখার প্রানান্তর চেষ্টা অব্যহৃত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন