• ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে পুলিশ সদস্য আফরোজ মিয়া’র ইন্তেকাল

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১

সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সদস্য আফরোজ মিয়ার ইন্তেকাল ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়,গত ২২সেপ্টেম্বর ষ্ট্রোক করলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তিনি এর আগে লামাবাজার পুলিশ ফাঁড়িসহ কয়েকটি থানায় মুন্সির দায়িত্ব পালন করেন। সর্বশেষ সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার সাটিয়া জুড়ি গ্রামে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •