• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ সোনারপাড়ায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২১
শিবগঞ্জ সোনারপাড়ায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়ায় নিরীহ মো. লাল মিয়ার পরিবারের জমি দখলের চেষ্টা, গাছ কর্তন ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে।মঙ্গলবার রাতে সোনারপাড়া এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সামসুল ইসলাম চৌধুরী, লাল মিয়া, মঈন মিয়া, সেকু আহমদ, ওমর ফারুক, সুজন মিয়া, সুহেল আহমদ, রহমান, ছালাম আহমদ, সুয়েব খাঁন, ফয়সল আহমদ, হেলিম মিয়াসহ এলাকার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্থানীয় মো. শহিদুল ইসলাম, মো. আব্দুর রহিমসহ অজ্ঞাত কয়েকজন ভোক্তভোগী লাল মিয়ার ৪৫ শতক জমি নানা ভাবে দখল করার পায়তারা, গাছ কর্তন ও হত্যার হুমকি দিয়ে আসছিল। তারা উক্ত জমি দখল করতে লাল মিয়াসহ পরিবারের লোকজনকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে আসছে।’

বক্তারা আরও বলেন, ‘দুস্কৃতিকারীদের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ থানায় গত ২৭ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন