• ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সোনারপাড়ায় জমি দখলের চেষ্টা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২১
সোনারপাড়ায় জমি দখলের চেষ্টা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

সিলেটের শাহপরান থানাধীন সোনারপাড়ায় ৪৫ শতক জমি দখলের চেষ্টা করছে প্রভাবশালী একটি চক্র। এ ঘটনায় সোমবার (২৭ সেপ্টেম্বর) এসএমপি’র শাহপরান (রহ.) থানা একটি সাধারণ ডায়রী করেছেন জমির মালিক লাল মিয়া। সাধারণ ডায়রী নং- ১৩১৫।

সাধারণ ডায়রীতে তিনি উল্লেখ করেন, মো. শহিদুল ইসলাম ও মো. আব্দুর রহিমগংরা লাল মিয়ার জমি দখলে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় শহিদুল ইসলাম ও আব্দুর রহিমগংরা দলভেদে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে লাল মিয়ার জমিতে রোপন করা বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতিসাধণ করে।

বর্তমানে শহিদুল ইসলাম ও আব্দুর রহিমগংরা লাল মিয়ার সম্পত্তি দখলের লক্ষ্যে বিভিন্নভাবে তাকে হয়রানি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। লাল মিয়া ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা বিধানে প্রশাসনের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন