• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২১
মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর মনতলা রোডের পানিহাতা উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম (২৪) উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদ পুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

অভিযানে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরির্দক) আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন