• ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নারীর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি,র‍্যাবের হাতে গ্রেপ্তার যুবক

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২১
নারীর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি,র‍্যাবের হাতে গ্রেপ্তার যুবক

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব পর্নোগ্রাফি অপরাধে জড়িত থাকার অভিযোগে মো. রনি আহমেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।রোববার দিবাগত রাতে ফেঞ্চুগঞ্জ থানার মধ্যযুধীষ্ঠিপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রনি ওই গ্রামের মো. আব্দুল সাত্তারের ছেলে।

সোমবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, রনি আহমেদ প্রতারণামূলকভাবে এক বিবাহিত নারীর সাথে তার কথোপকথনের ভিডিও কলের স্থিরচিত্র ও ভিডিও মুঠোফোনে ধারণ করেন। এরপর শর্তপূরণ না করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই নারীকে। এমন অভিযোগে র‌্যাব অভিযান চালিয়ে আলামতসহ তাকে গ্রেপ্তার করে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাকে ফেন্সুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লুৎফর রহমান এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন