• ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে মাছের আঘাতে জেলের মৃত্যু

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২১
গোলাপগঞ্জে মাছের আঘাতে জেলের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে মাছের আঘাতে আব্দুল হক (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী ছত্রিশ গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল হক বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী ছত্রিশ গ্রামের নুর উদ্দিনের পুত্র।

জানা যায়, সোমবার সকালে মৎস্যজীবী আব্দুল হক প্রতিদিনের মত জাল নিয়ে কুশিয়ারা নদীর বাগিরঘাটে মাছ ধরতে যান। এসময় জালে একটি বাউস মাছ আটকা পড়ে। আব্দুল হক মাছটি তুলতে গেলে মাছের আঘাতে তিনি বুকে আঘাতপ্রাপ্ত হন। এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই আব্দুল আহাদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন