• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

দিল্লির একটি আদালতকক্ষে গুলি, নিহত ৩

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২১

দিল্লির একটি আদালতে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।শুক্রবার দুপুরে উত্তর দিল্লির রোহিণী আদালতে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সন্ত্রাসী জিতেন্দ্র গোগী রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। একটি মামলায় শুক্রবার তাকে আদালতে আনা হয়েছিল। তাকে হত্যা করতে আগে থেকেই কয়েকজন সন্ত্রাসী আইনজীবীর পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করে।গোগীকে নিয়ে পুলিশ আদালত চত্বরে প্রবেশ করলেই ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।

এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলেই গোগীর মৃত্যু হয়। পরে পুলিশের গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন