• ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে ১৬৩ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ১

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২১
গোয়াইনঘাটে ১৬৩ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ১

সিলেটের গোয়াইনঘাটে ১৬৩ বোতল বিদেশী মদসহ মো.শাহাবুদ্দিন(২৭)নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বাইপাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।

শাহাবুদ্দিন লেঙ্গুরা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

বৃহস্পতিবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গোয়াইনঘাট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে র‌্যাব-৯ সিপিএসসি (ইসলামপুর, সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন মেজর মো. মঈনুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন