• ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

কুড়িয়ে পাওয়া ১০ লাখ টাকা ফিরিয়ে দিলেন বিজিবি সদস্য

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২১
কুড়িয়ে পাওয়া ১০ লাখ টাকা ফিরিয়ে দিলেন বিজিবি সদস্য

কিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন।কুরিয়ে পাওয়া দশ লাখ টাকা ফিরিয়ে দিয়ে এলাকার প্রশংসিত সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার সদ্য অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সামায়ুন কবির।

নানান ভাবে মানুষজন তাকে নিয়ে মন্তব্য করেছেন।

মেহেদি হাসান উজ্জলসহ এলাকাবাসী বলছেন,পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে,লোভহীন মানুষ আছে,বড় হৃদয়ের মানুষ আছে তার প্রকৃষ্ট উদাহরণ সামায়ুন কবির। তিনি উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা আলী মর্তুজার বড় ছেলে সামায়ুন কবির।

সামায়ুন কবির জানান,এক সপ্তাহ পূর্বে তিনি নিজ বাড়ী থেকে বের হয়ে হেঁটে তাহিরপুর বাজারে যাচ্ছিলেন। পথে বালিকা বিদ্যালয়ের সামনে আসার পর একটি কার্ড ও দশ লাখ টাকা একটি বেগে পথে পড়ে থাকতে দেখেন।

এতো গুলো টাকা পেয়েও তিন লোভ সম্বরণ করে টাকার প্রকৃত মালিককে পেতে খোঁজাখুঁজি শুরু করেন। অনেকের কাছেই তিনি নিজের ফোন নাম্বার দিয়ে বলেন কেউ যদি টাকা হারিয়েছে বলে তাহলে যেন ফোন দেয়। এর ঘণ্টা খানেক পরেই টাকা হারানো ওই যুবক ফোন দিয়ে বলেন ভাই আপনি কই।

কথাও বলতে পারছিল না ভাল ভাবে। তখন তিনি জানান ইউনিয়ন পরিষদের সামনে আছেন। তখন ওই যুবক আসলে সে জানায় ব্যাগে দশ লাখ টাকা আছে আর টাকাগুলো তার বড় ভাইয়ের। পরে প্রকৃত মালিকের কাছে টাকাগুলো হস্তান্তরও করা হয়। টাকাগুলো পেয়ে মহা খুশি ওই যুবক।

সামায়ুন কবির বলেন,টাকাতো আমার নয়।যার হারিয়েছে তার।আমি টাকাটা পেয়েছি তখন ভেবেছি টাকাগুলো যে ব্যক্তি হারিয়েছে তার অবস্থায় টা না জানি কেমন। টাকা গুলো প্রকৃত মালিকের কাছে দিতে পেরে নিজের কাছেও খুব ভাল লাগছে।

দ্বিপকার ভট্টাচার্য কাঞ্চু বলেন,মানুষটি সম্পর্কে কিছু না বললে কৃপণতা করা হবে। সামায়ুন কবির সদ্য বিজিবি থেকে অবসর নিয়েছে। আজন্ম সহজ সরল মানুষ সে। ভালো মানুষ,নিরেট ভদ্রলোক।

টাকাগুলো ফেরত দিয়ে সে বড় মনের মানুষ তারই প্রমাণ দিয়েছে। তার বাবা- মায়ের মুখ উজ্জ্বল করেছে। আমারও গর্ববোধ হচ্ছে।

সাংবাদিক বাবরুল হাসান বাবলু বলেন,আমার স্কুল পড়ুয়া বাল্যবন্ধু। বিজিবিতে এক সাথে ১৯৯৪ সালে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম দুজন। আজ সে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য।

গত ক দিন আগে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে ১০ লক্ষ টাকা কুড়িয়ে পায়। পরবর্তীতে টাকা হারানো ব্যক্তিকে টাকাটা ফিরিয়ে দেয়। পৃথিবীতে এখনোও ভালো মানুষ আছে,সহজ আর লোভহীন,বড় হৃদয়ের মানুষ আছে। গ্রেট বন্ধু তার তোর জন্য শুভ কামনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
   
     

Warning: Trying to access array offset on value of type bool in /home/sylhetn4/public_html/wp-content/themes/shakil news/inc/post-query.php on line 110

Warning: Trying to access array offset on value of type bool in /home/sylhetn4/public_html/wp-content/themes/shakil news/inc/post-query.php on line 110