• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

শান্তিগঞ্জে নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাস জলাশয়ে, আহত ৩০

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২১
শান্তিগঞ্জে নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাস জলাশয়ে, আহত ৩০

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস জলাশয়ে পড়ে ৩০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত ৫ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলার দিরাই-মদনপুর সড়কের দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়,রোববার সকাল সাড়ে ১০টার দিকে দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস দিরাই-মদনপুর সড়কের শান্তিগঞ্জ উপজেলার দেবগ্রামের পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পরে স্থানীয়দের প্রচেষ্টায় বাসে থাকা যাত্রীদের বের করা হয়। এ সময় ৩০ যাত্রী আহত হন।
গুরুতর আহত ৫ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী মনোয়ার আহমদ হিমেল জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়। স্থানীয়রা এসে যাত্রীদের উদ্ধার করেন। ৫ থেকে ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান,বাস খাদে পড়ে অনেকেই আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। যাত্রী ও বাস উদ্ধার কার্যক্রম চলছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন