• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

শতকোটি টাকা আত্মসাত করে ১০ বছর আত্মগোপন,অবশেষে ধরা

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২১
শতকোটি টাকা আত্মসাত করে ১০ বছর আত্মগোপন,অবশেষে ধরা

চট্টগ্রামের কয়েকটি ব্যাংকের ঋণের শত কোটি টাকা আত্মসাত করে পালানো ব্যবসায়ীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রায় এক দশক পর রাজধানী ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর শনিবার তাকে চট্টগ্রামে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যবসায়ী হলেন নগরেরকোতোয়ালী থানার লাভলেইন আবেদীন কলোনী এলাকার হোসাইন হায়দার আলী। নগরের জুবিলী রোডে মেসার্স জুবিলী ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তার বিরুদ্ধে ১০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, ২০১২ সালে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাৎ করে আত্মগোপন করে হোসাইন হায়দার আলী। বিভিন্ন ব্যাংক তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। আদালত বিচার শেষে ১০০ কোটি টাকার অর্থদণ্ড দেয় এবং আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, ব্যাংকের টাকা আত্মসাৎ করে দীর্ঘ ১০ বছর ধরে ঢাকায় বসবাস করছেন হোসাইন হায়দার আলী। তিনি ব্যাংকে ঋণ শোধ না করে ঢাকায় অভিজাত বাড়ি বানিয়েছেন। সেখানে পরিবারসহ বিলাসবহুল জীবন-যাপন করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
   
     

Warning: Trying to access array offset on value of type bool in /home/sylhetn4/public_html/wp-content/themes/shakil news/inc/post-query.php on line 110

Warning: Trying to access array offset on value of type bool in /home/sylhetn4/public_html/wp-content/themes/shakil news/inc/post-query.php on line 110