• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

৩ দিনের রিমান্ডে ইভ্যালির মালিক দম্পতি

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২১
৩ দিনের রিমান্ডে ইভ্যালির মালিক দম্পতি

অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও)মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিনদিন করে রিমান্ড নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

শুক্রবার(১৭ সেপ্টেম্বর)বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত এই আদেশ দেন।শুক্রবার দুপুর ৩টার দিকে ১০ দিনের রিমান্ড চেয়ে রাজধানীর সিএমএম কোর্টে তাদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম।

রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে দুপুর ১টার দিকে র‌্যাব সদর দপ্তর থেকে তাদের গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরপর ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে নেওয়া হয়।গত বুধবার রাতে রাজধানীর গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো.রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন আরিফ বাকের নামে এক গ্রাহক।

এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •