• ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

র‍্যাব সদর দপ্তরে নিজ অস্ত্রের গুলিতে কনস্টেবল নিহত

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২১
র‍্যাব সদর দপ্তরে নিজ অস্ত্রের গুলিতে কনস্টেবল নিহত

র‌্যাব সদর দপ্তরে কর্তব্যরত অবস্থায় নিজের অস্ত্রে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কনস্টেবল শুভ মল্ল (২৫)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে শুভ মল্ল গুলিবিদ্ধ হন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ খবর জানিয়েছেন।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়,সোমবার বেলা আড়াইটার দিকে শুভ মল্ল গুলিবিদ্ধ হন।

অসাবধানতাবশত শুভ গুলিবিদ্ধ হয়েছেন,নাকি তিনি আত্মহত্যা করেছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিকেল সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

শুভ মল্লর গ্রামের বাড়ি চট্টগ্রামের জোয়ারকরের হাটে। তার বাবার নাম কালু মল্ল।

এর আগে গত ৬ আগস্ট রাজধানীর রমনায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনে দায়িত্বরত অবস্থায় মেহেদী হাসান নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন।

তিনিও নিজ অস্ত্রের গুলিতে নিহত হয়েছিলেন বলে জানিয়েছিল পুলিশ।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন