সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে র্যাব ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহন কাছে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার জালালপুর পয়েন্ট এলাকায় এ অভিযান হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা থানার বড়ইকান্দি গ্রামের আতিকুর রহমান আতিক (৪৭) ও সুমন আহম্মদ (২৫) এবং গোলাপগঞ্জ থানার ফুলবাড়ি ইফপির রফিপুর দক্ষিণ মাইজবাগ গ্রামের আলিম উদ্দিন (২৬)।শনিবার (১১ সেপ্টেম্বর) র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এ ঘটনায় র্যাব বাদী হয়ে ছাতক থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।অভিযানে র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে. কমান্ডার সিঞ্চন আহমেদ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন