• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হিসাবে গেজেটভুক্ত হয়েছেন এমপি হাবিব

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২১
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হিসাবে গেজেটভুক্ত হয়েছেন এমপি হাবিব

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হিসাবে গেজেটভুক্ত হয়েছেন হাবিবুর রহমান হাবিব। মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) এই গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এর আগে শনিবার(৪ সেপ্টেম্বর)ওই আসনের উপনির্বাচনে বিশাল জয় পান।

নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ৯০ হাজারের বেশী ভোট পান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক ভোট পেয়েছিলেন ২৪ হাজারের কিছু বেশী।এ উপনির্বাচনে অংশ নেয়া অপর দুই প্রার্থী ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া। তারা দু’জনেই জামানত হারিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন