• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

সাংবাদিক সৈয়দ বাপ্পীর পিতার ইন্তেকাল

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২১

সাংবাদিক সৈয়দ বাপ্পীর পিতা পরিবহণ নেতা আম্বরখানা-সালুটিকর সিএনজি অটোরিকশার সাবেক চেয়ারম্যান সৈয়দ জুবের আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল১০.৩৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার ছেলে সৈয়দ বাপ্পী বিষয়টি নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে লিভার সিরোসিস ও হৃদরোগসহ বিভিন্ন রোগে সৈয়দ জুবের আলী ভুগছিলেন। গতকাল তার পিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন নগরীর একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

আজ বাদ আসর নগরীর খাসদবীর মাদানী জামে মসজিদে ও জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়।

মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন