সিলেট-৩ আসনের উপ নির্বাচন নিয়ে তেমন আগ্রহই ছিলো না ভোটারদের। ফাঁকা ছিলো বেশিরভাগ ভোট কেন্দ্র।ফলে শনিবার অনুষ্ঠিত এ উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইনের চিরচেনা দৃশ্যের দেখা মিলেনি।
রাতে ঘোষিত ফলাফলেও দেখা দেছে ভোটার উপস্থিতি ছিলো সামান্যই। মাত্র এক তৃতাংশ ভোট পড় পড়েছে এ নির্বাচনে।এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ৪৯ হাজার ৮ শত ৭৩ জন। বেসরকারি ফলাফল অনুযায়ী শনিবারের নির্বাচনে ভোট পড়েছে মাত্র ১ লক্ষ ২০ হাজার ৫৯১। ফলে প্রদত্ত ভোটের হার ৩৪.৪৬ শতাংশ।
ভোট কমা পড়া প্রসঙ্গে সিলেট-৩ আসনের উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন,আমরা অনুকূল পরিবেশ তৈরি করেছি। কোথাও কোনো গোলযোগ হয়নি। শান্তিপূর্ণ ভোট হয়েছে। তারপরও কেনো মানুষ ভোটে আসেনি তা বলতে পারবো না।
শনিবার সন্ধ্যায় সিলেটের রিটার্নিং কর্মকর্তা এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।এতে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট।
আর স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট। আরেক প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া পেয়েছেন মাত্র ৬৪০ ভোট।
চলতি বছরের ১১ মার্চ এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা গেলে ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হলেও কয়েক দফায় পিছিয়ে চূড়ান্ত হয় ৪ সেপ্টেম্বর। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৯টি। আর মোট ভোটার ৩ লক্ষ ৪৯ হাজার ৮ শত ৭৩ জন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন