• ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বৃহস্পতিবার আসছে ক্যাপ্টেন নওশাদের মরদেহ

sylhetnewspaper.com
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২১
বৃহস্পতিবার আসছে ক্যাপ্টেন নওশাদের মরদেহ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউমের মরদেহ বৃহস্পতিবার দেশে আনা হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সচিবালয় থেকে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী মাহবুব।

সেখানে তিনি সাংবাদিকদের জানান, আগামীকাল সকাল সাড়ে ৮টায় ক্যাপ্টেন নওশাদের মরদেহ দেশে পৌঁছার কথা রয়েছে।

গত সোমবার ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্যাপ্টেন নওশাদ। গত ২৭ আগস্ট ওমানের মাসকাট থেকে ঢাকায় ফেরার সময় মধ্য আকাশে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর নাগপুরে বিমানটি জরুরি অবতরণ করিয়ে পাইলটকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন