• ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

র‌্যাব-৯ এর অভিযানে চাঁদনিঘাট এলাকা থেকে গাঁজাসহ গ্রেপ্তার ৬

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৩১, ২০২১
র‌্যাব-৯ এর অভিযানে চাঁদনিঘাট এলাকা থেকে গাঁজাসহ গ্রেপ্তার ৬

সিলেট র‌্যাব-৯ এর অভিযানে এসএমপি কোতোয়ালী মডেল থানাধীন চাঁদনিঘাট এলাকা থেকে গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাত সাড়ে নয়টায় র‌্যাব-৯-ব্যাটালিয়ন সদর (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. মঈনুল ইসলাম এবং সিনিয়র এএসপি লুৎফর রহমান।

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর চাঁদনিঘাট এলাকার সড়কের উপর হইতে অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন=আব্দুল মালেক (৪২),মো.মঈনুল ইসলাম(২৯),মো.সোহেল মিয়া(৩০),ফলিক আহম্মদ (৫৫),মো.নুরুজ্জামান(৩৫),মো.নাসির (৩০)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপি-সিলেটের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন