• ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জ ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৩০, ২০২১
নারায়ণগঞ্জ ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ জেলা কারাগারের পাশে কয়েকটি পলিথিন ও ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজিগঞ্জ ও মন্ডলপাড়ার ৪টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,কারাগারের দক্ষিণ পাশের দেয়ালের কাছে ও মার্স সিএনজি পাম্পের পেছনে বাঁশের বেড়া ও টিনের চাল দিয়ে তৈরি রুবেল ও সোহেল নামে দুইজনের পলিথিনের গুদাম এবং মনু মিয়া, কালু মিয়া, জনিসহ ৫-৬ জনের ঝুটের গুদাম রয়েছে। রাত ৯টায় হঠাৎ কোনো এক গুদাম থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় আশপাশের লোকজন দ্রুত সরে যান।

আগুনে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে ৫-৬ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের গুদামে ছাই ছাড়া কিছুই নেই। কথা বলার জন্য ক্ষতিগ্রস্ত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ৪টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের পাশে কারাগার ও সিএনজি পাম্পের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সবাই আতঙ্কে ছিলেন। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।সুত্র যুগান্তর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন