• ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ২৭, ২০২১
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক গ্রেপ্তার

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক ফয়েজুর রহমান ফয়েজ (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সিলেটের বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ফয়েজ একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি ও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ফয়েজ সুনামগঞ্জের জগন্নাথপুরের মৃত মখলিছ মিয়ার ছেলে। বর্তমানে তিনি নগরের মজুমদারী এলাকার বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, ফয়েজ একটি মামলায় এক বছরের কারাদন্ড ও ৩০ লাখ টাকা অর্থদন্ডের সাজাপ্রাপ্ত। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •