• ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফিরিয়ে দিলেন অটোরিকশা চালক

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ২৭, ২০২১
জৈন্তাপুরে কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফিরিয়ে দিলেন অটোরিকশা চালক

সিলেট-তামাবিল মহাসড়কে কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফিরিয়ে দিলেন এক সিএনজিচালিত অটোরিকশা চালক।বৃহস্পতিবার বিকালে জৈন্তাপুর উপজেলা অফিসে কর্মরত অফিস সহকারী বাবু ব্যাংক থেকে ৩ লাখ টাকা উত্তলোন করে তার শাহপরানস্থ বাড়িতে ফিরছিলেন।পথিমধ্যে সাইকেলে থাকা টাকার ব্যাগটি পড়ে যায়। অনেক খোঁজার পরও আর ব্যাগটি পাননি তিনি।

এদিকে ঐ দিন সিলেট-তামাবিল মহাসড়কে চলাচলকারি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকার বাসীন্দা সিএনজি অটোরিকশা চালক মাঈন উদ্দিন মাঈন ব্যাগটি সড়কের পীরেরবাজার এলাকায় কুড়িয়ে পান। এর পর তিনি টাকার মালিক খোঁজতে থাকেন। ব্যাগে থাকা প্রাথমিক কিছু তথ্যে জানা যায় টাকার মালিকের পরিচয়।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সুধামন মান্নার মোবাইল ফোনে নিজ উদ্যোগে যোগাযোগ করেন সিএনজি অটোরিকশা চালক মাঈন।

অবশেষে শুক্রবার বাদ জুম্মা কদমতলীস্থ আছমা ম্যানশনে সিলেট-ঢাকা আন্তজেলা বাস পরিবহন শ্রমিক উপ -কমিটির অফিসে সবার উপস্থিতে উপযুক্ত প্রমাণাদি দেখে সুধামন মান্না বাবুর কাছে ৩ লাখ টাকা তুলে দেন সিএনজি অটোরিকশা চালক মাঈন উদ্দিন মাঈন।

এসময় সুধামন মান্না সিএনজি চালক মাঈন উদ্দিনের সততায় খুশি হয়ে ২০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন