চিত্রনায়িকা পরীমনিকে তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটায় ঢাকা মহানগর হাকিম মো.আশেক ইমামের আদালতে তোলা হবে।
আদালতের নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে নতুন করে রিমান্ডের আবেদন করা হয়নি। পরীমনি তার আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেছেন। আশেক ইমামের আদালতে তার জামিন বিষয়ে শুনানি হবে।
এর আগে সকাল ১১টা ৫০ মিনিটে পরীমনিকে আদালতে নেয় সিআইডি। বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় গত বৃহস্পতিবার পরীমনিকে তৃতীয় দফায় এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন