• ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

চুনারুঘাটে পরিত্যাক্ত ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ১৮, ২০২১
চুনারুঘাটে পরিত্যাক্ত ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট থেকে পরিত্যাক্ত অবস্থায় ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব।মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি দল উবাহাটা ইউনিয়নের শিমুলতলা এলাকা অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মঙ্গলবার রাতে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব একটি জিডি করে উদ্ধার করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন