হবিগঞ্জের চুনারুঘাট থেকে পরিত্যাক্ত অবস্থায় ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব।মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি দল উবাহাটা ইউনিয়নের শিমুলতলা এলাকা অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মঙ্গলবার রাতে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব একটি জিডি করে উদ্ধার করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন