• ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

৩১৩ মামলায় ৩৮ মাস পর জামিনে কারামুক্ত ছাত্রদল নেতা ইসহাক সরকার

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ১৭, ২০২১
৩১৩ মামলায় ৩৮ মাস পর জামিনে কারামুক্ত ছাত্রদল নেতা ইসহাক সরকার

৩৮ মাস পর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার জামিনে মুক্তি পেয়েছেন। পর্যাক্রমে ৩১৩ মামলার সব ক’টিতে জামিন পেলে আজ সোমবার কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে মুক্ত হন।

২০১৮ সালের ১০ জুলাই রাজধানীর বনানী থেকে ইসহাক সরকার গ্রেফতার হয়েছিলেন।

ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘দীর্ঘ ৩ বছর ২ মাস ২ দিন কারাভোগের পর জামিনে কাশিমপুর কারাগার-২ থেকে আজ রাত ৮টা ৪০ মিনিটে জামিনে মুক্ত হন। ৩১৩ মামলার সব ক’টিতেই উচ্চ আদালত থেকে জামিন পান ইসহাক সরকার। সর্বশেষ রমনা থানার একটি মামলায় গত ১৯ জুলাই আদালত তার জামিন দেন।

দলীয় সূত্র জানায়, জামিনে মুক্ত হলে ছাত্রদল নেতাকর্মীরা জেল গেটে ফুলেল শুভেচ্ছা দেয়। নেতাকর্মী ছাড়াও ইসহাক সরকারের বড় ভাই ইয়াকুব সরকারসহ পরিবারের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন