• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কাবুল ছেড়ে যাওয়া মার্কিন বিমানের চাকায় মানব দেহাবশেষ পাওয়া গেছে।

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ১৭, ২০২১
কাবুল ছেড়ে যাওয়া মার্কিন বিমানের চাকায় মানব দেহাবশেষ পাওয়া গেছে।

আফগানিস্তানের রাজধানী কাবুল ছেড়ে যাওয়া একটি মার্কিন পরিবহন বিমানের চাকায় মানব দেহাবশেষ পাওয়া গেছে।

সোমবার (১৬ আগস্ট) বিমানটি কাবুল ছেড়েছিল বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

আরেকটি বহুল প্রচারিত ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের পর আকাশে থাকা একটি বিমান থেকে দুজন মানুষ ছিটকে পড়ে মারা যান।

বিবিসি জানায়,একটি ভিডিওতে দেখা যায়, মরিয়া আফগানরা রানওয়ে ধরে চলতে থাকা একটি বিমানের সঙ্গে সঙ্গে ছুটে চলছে এবং অনেকেই বিমানটির গা বেয়ে উঠবার চেষ্টা করছে।

নামপ্রকাশ না করে একজন কর্মকর্তার বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট বলেছে,পতনের ঘটনাটি ‘নিশ্চিতভাবে ঘটেছে।

রোববার তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়া পর যত দ্রুত সম্ভব বিমানে দেশ ছাড়তে বিমানবন্দরে আফগানদের নজিরবিহীন হুড়োহুড়ি করতে দেখা গেছে।

এক কর্মকর্তা বলছেন,ছিটকে পড়া দুই ব্যক্তি বিমানটির চাকা বেয়ে উঠেছিল।

পত্রিকাটি আরও জানায়,বিমানটি কোনোমতে চাকা গুটিয়ে নিতে না পেরে জরুরি অবস্থা ঘোষণা করে এবং তৃতীয় একটি দেশে অবতরণ করে। পরে পরিদর্শন করতে গিয়ে দেহাবশেষ খুঁজে পান ক্রুরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
   
     

Warning: Trying to access array offset on value of type bool in /home/sylhetn4/public_html/wp-content/themes/shakil news/inc/post-query.php on line 110

Warning: Trying to access array offset on value of type bool in /home/sylhetn4/public_html/wp-content/themes/shakil news/inc/post-query.php on line 110