• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সিলেট আনসার সদস্যদের গুলি ছোঁড়া অনুশীলন উদ্বোধন

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ১১, ২০২১
সিলেট আনসার সদস্যদের গুলি ছোঁড়া অনুশীলন উদ্বোধন

সিলেট জেলার ক্যাম্প সংস্থার অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের গুলি ছোঁড়া অনুশীলন উদ্বোধন হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুরা চা বাগানে জেলার আনসার ক্যাম্প সংস্থার ১ হাজার ৪৫১ জন সাধারণ আনসার সদস্যদের পর্যায়ক্রমে তুরস্কের তৈরি শটগানে ২০ রাউন্ড করে গুলি ছোঁড়া অনুশীলন করেন।

সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদীর নির্দেশক্রমে গুলি ছোঁড়া অনুশীলন সার্বিক কার্যক্রমে উদ্বোধন করেন ও বক্তব্য দেন সিলেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন।এসময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক, সদর উপজেলা প্রশিক্ষক রূপক তালুকদার,দক্ষিণ সুরমা উপজেলা প্রশিক্ষক আব্দুল বাছিত,শিউলী বেগম ও গুলিছুঁড়া কার্যক্রমে ২ আনসার ব্যাটালিয়নের সদস্যগণ।অনুশীলনে জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন বলেন, আধুনিক আগ্নেয়াস্ত্র অনুশীলনের মাধ্যমে আনসার সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। তিনি নিষ্ঠার সাথে অনুশীলনের কথা উল্লেখ করেন। আগামীতে আনসার ভিডিপি সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সকলেই আধুনিক আগ্নেয়াস্ত্র শটগান ব্যবহার করতে পারবে বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন