• ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এবার আটক পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৬, ২০২১
এবার আটক পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি

ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনির সঙ্গী, তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকেও আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)গোয়েন্দা শাখা(ডিবি)জিমিকে আটক করা হবে বলে ডিএমপি ডিবির (দক্ষিণ)যুগ্ম কমিশনার হারুন অর রশিদ শুক্রবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছিলেন।রাতেই তাকে আটক করা হয়।

গুলশানের একটি শুটিং স্পট থেকে জিমিকে আটক করা হয় বলে তার পরিবারের একজন সদস্য জানান। পরে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার তথ্যটি নিশ্চিত করেন।

এর আগে নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করে গোয়েন্দাদের একটি দল।চিত্রনায়িকা পরীমনির পৃষ্ঠপোষক এক নারী নজরদারিতে-গোয়েন্দা পুলিশের কাছ থেকে এমন বক্তব্য আসার কয়েক ঘণ্টার মধ্যে চলচ্চিত্র পরিচালক চয়নিকাকে আটক করা হয়।

শুক্রবার বিকেলে চয়নিকা রাজধানীর বাংলামোটরের সোনারগাঁও রোডে একটি বেসরকারি টেলিভিশনে গিয়েছিলেন এক অনুষ্ঠানে। আর সেই ভবনের নিচে অবস্থান নিয়ে থাকেন পুলিশ সদস্যরা।

অনুষ্ঠান শেষে বের হলে তার গাড়ি ঘিরে ফেলেন গোয়েন্দারা। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় তাকে।

গত বুধবার পরীমনি আটক হওয়ার পর তার সঙ্গে ঘনিষ্ঠ আরও তিনজনসহ মোট চারজনকে আটক করা হয়েছে। মাদকের মামলায় পরীমনিকে চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন