• ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আমেরিকায় সিটি নির্বাচনে দুই বাংলাদেশির জয়

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৬, ২০২১
আমেরিকায় সিটি নির্বাচনে দুই বাংলাদেশির জয়

সাহেল আহমদ,যুক্তরাষ্ট্র (মিশিগান) থেকে:আমেরিকার মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক সিটির প্রাইমারি নির্বাচনে দুই বাংলাদেশি-আমেরিকান বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (৩ আগস্ট) সিটির নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মুহিত মাহমুদ ও আবু আহমেদ মুসা বিজয় নিশ্চিত করেন।

এবারের প্রাইমারি নির্বাচনে কাউন্সিলর পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্য থেকে ৬জন প্রার্থী মঙ্গলবারের ভোটারদের সরাসরি ভোট ও মেইলে পাঠানো এ্যাবসেন্টি ভোটে নির্বাচিত হন।

নির্বাচনী যুদ্ধে বিজয় অর্জন করা দুই কাউন্সিলর মুহিত মাহমুদ ও আবু আহমেদ মুসাকে ঘিরে বাঙালি কমিউনিটিতে উৎসব চলছে। মধ্যরাতে চূড়ান্ত ফল পাওয়ার পরপরই দুই নির্বাচিত প্রার্থীর বাসায় বাংলাদেশি কমিউনিটির অনেকেই জড়ো হয়ে আনন্দ-উল্লাস করেন। হ্যামট্রাম্যাকের সিটি নির্বাচনে বার বার বাংলাদেশিদের বিজয়কে প্রবাসীরা সৌভাগ্যের এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক বলে ধারণা করছেন।

এদিকে সিটির প্রাইমারি নির্বাচনে কাউন্সিলর পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন ইয়েমেনী বংশোদ্ভূত খলিল এ রাফাই। তাঁর প্রাপ্ত ভোট ১,৬৮৫।আমেরিকান আমান্ডা জ্যাকজকোভস্কি ১৪৮৩, বাংলাদেশি মুহিত মাহমুদ ১১২১,ইয়েমেনী অ্যাডাম আলবারমাকি ১০৬৭,বাংলাদেশি আবু মুসা ৯৬৪ এবং আমেরিকান লিন ব্লাসি ৮৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন।তবে নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক প্রার্থী আরমানি আসাদ ৫৪৩ ভোট পেয়ে হেরে যান।

এছাড়া জয়ের সম্ভাবনা প্রবল থাকা সত্ত্বেও সিটির প্রাইমারি নির্বাচনে একমাত্র বাংলাদেশি মেয়র প্রার্থী এ এস এম কামাল রহমান পরাজিত হয়েছেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা কামাল রহমান মোট ভোটের ২২.০১% ভোট পেয়েও ইয়েমেনি বংশোদ্ভূত আমির গালিব এবং বর্তমান মেয়র কারেন মাজেউস্কির কাছে হেরে যান।

সিটি কাউন্সিলে নবনির্বাচিত মুহিত মাহমুদ বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক ককাসের প্রেসিডেন্ট, ১৪ কংগ্রেসনাল ডেমোক্রেটিক কমিটির ভাইস-চেয়ারম্যান ও লোকাল ২৪-এর ইউনিয়ন লিডার। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন করেন ও ডেট্রয়েট সিটির ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজে পড়াশোনা করেন।

এছাড়া বিজয়ী আরেক বাংলাদেশি আবু আহমেদ মুসা ২০১৪ সালের নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হয়েছিলেন। এরপর ২০১৭ সালের নির্বাচনে দাঁড়িয়ে হেরে যান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মিশিগান স্টেট শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

হ্যামট্রাম্যাক সিটির প্রাইমারিতে নির্বাচিত মেয়র পদে দুইজন ও কাউন্সিলর পদে ছয়জন চলতি বছরের ৩ নভেম্বর চূড়ান্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রাইমারি পেরিয়ে নভেম্বরে সিটির মূল নির্বাচনে মেয়র পদে মুখোমুখি হবেন ইয়েমেনি বংশোদ্ভূত আমির গালিব এবং বর্তমান মেয়র কারেন মাজেউস্কি। তাছাড়া কাউন্সিলর নির্বাচিত হওয়া ছয় জন প্রার্থী নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে অংশ নিবেন। তাঁদের মধ্য থেকে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ৩ জন কাউন্সিলর পদে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন