• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

জাপান থেকে ঢাকায় পৌঁছেছে অ্যাস্ট্রেজেনেকার ৬ লক্ষাধিক ডোজ টিকা

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৩, ২০২১
জাপান থেকে ঢাকায় পৌঁছেছে অ্যাস্ট্রেজেনেকার ৬ লক্ষাধিক ডোজ টিকা

জাপান থেকে করোনার ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই টিকা এসেছে। এসব টিকা উপহার হিসেবে দিয়েছে জাপান।

জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকায় আসে।

মঙ্গলবার বেলা তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এই অ্যাস্ট্রেজেনেকার টিকা পৌঁছে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী ডা.জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

এর আগে ৩১ জুলাই জাপান থেকে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান ও ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় আসে।

করোনা মোকাবিলায় পাশে থাকতে জাপান বাংলাদেশকে ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •