সিলেটের করোনা পরিস্থিতি দিনদিন অবনতি হচ্ছে। প্রতিদিনই রেকর্ড গড়ছে শনাক্ত ও মৃত্যু।এঅবস্থায় করণীয় নির্ধারণে জরুরি সভার আয়োজন করেছে সিলেট সিটি করপোরেশন। মঙ্গলবার দুপুরে এ সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড.এ কে আব্দুল মোমেনের যুক্ত থাকার কথা রয়েছে।
সিসিক সূত্রে জানা যায়,সিলেটের ভয়াবহ করোনা পরিস্থিতি কীভাবে সামাল দেয়া যায় এ নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে মঙ্গলবার দুপুর ১২টায় নগরভবনে মেয়র আরিফুল হক চৌধুরী এক জরুরি সভা আহ্বান করেছেন। সভায় করোনা সংক্রমণ রোধ,অক্সিজেন সরবরাহ, আইসিইউ বেড এবং সাধারণ শয্যা বৃদ্ধিসহ করোনা মুকাবেলার নানা বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ সভায় ভার্চুয়ালি অংশগ্রহণের কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির।
এছাড়াও সভায় অংশ নেবেন স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজনীতিবিদ, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সভা শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করবেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন