• ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

হেলেনা জাহাঙ্গীরের ২ সহযোগী আটক

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৩, ২০২১
হেলেনা জাহাঙ্গীরের ২ সহযোগী আটক

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার,অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তির সম্মানহানির চেষ্টার অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে আটক করেছে র‍্যাব।

সোমবার(২ আগস্ট)রাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরী নামের এই দুজনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে র‍্যাবের মিডিয়া বিভাগ।র‍্যাব জানায়, দুপুরে কুর্মিটোলার র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।আওয়ামী লীগের নামের সঙ্গে মিল রেখে নামসর্বস্ব সংগঠন ‘চাকরিজীবী লীগ’নিয়ে আলোচিত-সমালোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর।২৯ জুলাই তার গুলশানের বাসায় অভিযান চালায় র‍্যাব-১ এর একটি দল।

অভিযানে জব্দ করা হয় ১৯ বোতল বিদেশি মদ, একটি ক্যাঙ্গারুর চামড়া,একটি হরিণের চামড়া, দুটি মোবাইল ফোন,১৯টি চেকবই ও বিদেশি মুদ্রা, দুটি ওয়াকিটকি সেট এবং জুয়া (ক্যাসিনো) খেলার ৪৫৬টি চিপস।

পরে মধ্যরাতে তার জয়যাত্রা টেলিভিশনেও অভিযান পরিচালনা করা হয়।৩০ জুলাই রাতেই তাকে বাসা থেকে আটক করে র‍্যাব। সেদিন বিকেলে গুলশান থানায় হস্তান্তর করা হয় হেলেনা জাহাঙ্গীরকে।

৩১ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে গুলশান থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদ করতে তাকে তিন দিনের হেফাজতে নেয় পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন