• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হাউজিং এস্টেট থেকে যুবককে অপহরণ নয়, গ্রেফতার করেছে র‍্যাব

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৩, ২০২১
হাউজিং এস্টেট থেকে যুবককে অপহরণ নয়, গ্রেফতার করেছে র‍্যাব

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় যুবককে অপহরণ নয়, গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর হাউজিং এস্টেটের একটি গলি থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মফিজুল ইসলাম।

তবে ওই যুবককে গ্রেফতারের পর হাউজিং এস্টেট থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে যুবক অপহরণ এমন গুজব ছড়িয়ে পড়ে সিলেটে। এতে ওই এলাকার মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। তবে তৎক্ষণাৎ আম্বরখানা ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মানুষকে বিষয়টি অবহিত করে পরিস্থিতি শান্ত করেন।

পুলিশ জানায়,গ্রেফতারকৃত যুবকের নাম সাইদুল হক সাইদ (৩২)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানার কাশিমপুর গ্রামের মৃত শফিক উল্যাহর ছেলে। সাইদ বর্তমানে সিলেট নগরীর ফাজিল চিশত এলাকার বাসা ২৫/৪ নং বাসায় ভাড়াটে থাকেন।

সাইদকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতে তার ফাজিল চিশতের ভাড়াটে বাসা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে র‍্যাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন