• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে নারী পরিচ্ছন্নতা কর্মীকে প্রকাশ্যে কুপিয়েছে দুর্বৃত্তরা

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৩, ২০২১

হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসের এক নারী কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে দুর্বৃত্তরা। আর এতে করে তার দুই হাতের কয়েকটি আঙ্গুল কর্তন হয়ে গেছে।

গুরুত আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশঙ্কা জনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার বিকেলে হবিগঞ্জ শহরের মাষ্টার কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার বাদল রাহুতের স্ত্রী জেলা নির্বাচন অফিসের পরিচ্ছন্নতাকর্মী রেখা রাণী রাহুত (৩৫) এর ঘরে হঠাৎ প্রবেশ করে একই এলাকার লিটন হরিজন (৩০)সহ কয়েকজন দুর্বৃত্ত। কিছু বুঝে উঠার আগেই তার হাতে থাকা দা দিয়ে রেখা রাণীর শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে তারা। এক পর্যায়ে তাদের হাতের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।

এসময় রেখার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লিটন হরিজন পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে তার পরিবার।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাফরোজা আক্তার শিমু জানান, ঘটনা শুনার সাথে সাথেই পুলিশ খবর নিয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন